Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ

মতলব দক্ষিণ উপজেলার সরকারী ও বেসরকারী পর্যায়ে নানান ধরণের প্রশিক্ষণ দেয়া হয়।

 

ক) আনসার ও ভিডিপি

প্রশিক্ষণ কার্যক্রম সমূহঃ

১।         পিসি-এপিসি মৌলিক প্রশিক্ষণ।

২।         সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষন (পুরুষ ও মহিলা)।

৩।         শিল্প নিরাপত্তা প্রশিক্ষণ সাধারণ আনসার (পুরুষ)।

৪।         নৌ-নিরাপত্তা প্রশিক্ষণ সাধারণ আনসার (পুরুষ)।

৫।         পর্যটন নিরাপত্তা প্রশিক্ষণ সাধারণ আনসার (পুরুষ ও মহিলা)।

৬।         সতেজকরণ ও প্লাটুন পূর্ণগঠন প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)।

৭।         ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)।

৮।         ইউনিয়ন দলনেতা-দলনেত্রী মৌলিক প্রশিক্ষণ।

৯।         বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ ও মহিলা)।

১০।        মোটর ড্রাইভিং প্রশিক্ষণ

১১।        নকশি কাঁথা তৈরী প্রশিক্ষন (ভিডিপি মহিলা)।

১২।        সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ (ভিডিপি মহিলা)।

১৩।       সোয়েটার নিটিং প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ)।

১৪।        গামের্ন্টস প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ ও মহিলা)।

১৫।       হস্ত শিল্প (কাঠ, মাটি, উল, বাঁশ ও বেত) প্রশিক্ষণ।

‘‘কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম’’

১।         ওয়েল্ডিং প্রশিক্ষণ।

২।         পাইপ ফিটিং ও প্লাম্বিং প্রশিক্ষণ।

৩।         ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ।

৪।         রেফিজারেশন এন্ড এসি প্রশিক্ষণ।

৫।         মোবাইল ফোন রিপিয়ার এন্ড সাভির্সিং প্রশিক্ষণ

৬।         অটো মোবাইল ম্যাকানিক্স প্রশিক্ষণ।

৭।         অটো মোবাইল ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ।

৮।         ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ।

৯।         ফ্রিজ এয়ারকন্ডিশন মেরামত প্রশিক্ষণ।

১০।        সাটারিং কার্পেন্ট্রি প্রশিক্ষণ।

১১।        রাজমিস্ত্রি (টাইলস্ ব্লক ও প্লাষ্টার) প্রশিক্ষণ।

১২।        বিল্ডিং, পেইন্টিং প্রশিক্ষণ।

১৩।       রড বাইন্ডিং প্রশিক্ষণ।

 

খ) যুব উন্নয়ন অফিসঃ

 

১। তিন মাস মেয়াদী গবাদিপশু, হাঁস মুরগী পালন ও উহাদের প্রাথমিক চিকিৎসা এবং মৎস্য চাষ ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ কোর্স

২। ১ মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স

৩। ৪ মাস মেয়াদী পোষাক তৈরী (মেয়েদের জন্য) প্রশিক্ষণ কোর্স

৪। ৬ মাস মেয়াদী স্টেনো টাইপিং প্রশিক্ষণ কোর্স

৫। ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স

৬। ৬ মাস মেয়াদী ইলেট্রনিক প্রশিক্ষণ কোর্স

৭। ৬ মাস মেয়াদী রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন প্রশিক্ষণ কোর্স

৮। ৬ মাস মেয়াদী ইলেকট্রনিক এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কোর্স

৯। ৭ হইতে ১০ দিনের গবাদি পশু ও হাঁসমুরগী পালন ও উহাদের প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ এবং নাসারী বিষয়েপ্রশিক্ষণ কোর্স (অপ্রাতিষ্ঠানিক)

বেসরকারী পর্যায়ে:

 

১। কম্পিউটার অফিস এপ্লিকেশন ৩/৬ মাস

২। হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং ৩/৬মাস

৩। গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ৩/৬মাস

৪। ডাটাব্যাজ প্রোগ্রামিং ৩/৬মাস