উপযুর্ক্ত বিষয়ের প্রতি দৃস্টি আকষণপূবক জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপকল্প ভিশন-২১ এর আওতায় মাননীয় প্রধানম্ত্রীর স্বপ্ন “ডিজিটাল বাংলাদেশ” পূরণের লক্ষ্যে উপজেলা ওয়েব পোর্টাল আপডেট বিদ্যমান আছে। তাই উপজেলা ওয়েব পোর্টাল আরো গতিশীল করার লক্ষে প্রেরিত “ছক” মোতাবেক আপনার দপ্তরের তথ্যাদি আগামী ৫(পাঁচ) দিনের মধ্যে অত্র কাযালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
ডিজিটাল বাংলাদেশ- এর স্বপ্ন বাস্তবায়নে আপনিও হবেন একজন গবিত অংশীদার।
বিষয়টি অতীব জরুরী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS