গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
মতলব দক্ষিণ, চাঁদপুর ।
matlabsouth.chandpur.gov.bd
স্মারক নং ০০.৪২.১৩৭৬.০০.১৩.০৪৭.২০১৫- ১১৩ তারিখঃ ০৪.০৩.২০১৫ খ্রিঃ।
বিষয়ঃট্যাবলেট পিসি ব্যবহার সংরক্ষণনিয়মাবলি/নির্দেশিকা সম্পর্কে কর্মশালায় অংশগ্রহণ।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর তত্ত্বাবধানে বাসত্মবায়নাধীন ’’ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক গভর্নমেন্ট ফেজ-২ ( ইনফো- সরকার) প্রকল্প’’ এর আওতায় উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাগণের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।
০২। উক্ত ট্যাবলেট পিসি ব্যবহার সংরক্ষণনিয়মাবলি/নির্দেশিকা সম্পর্কে আগামী ০৯/০৩/২০১৫ খ্রিঃ রোজ সোমবার বেলা ৩.০০ টায় মতলব দক্ষিণউপজেলা পরিষদ মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।
০৩। উক্ত কর্মশালায় অংশ গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।
বিতরণঃ............................................. কর্মকর্তা মতলব দক্ষিণ, চাঁদপুর। |
(ফারহানা ইসলাম) উপজেলা নির্বাহী অফিসার মতলব দক্ষিণ, চাঁদপুর। ফোন ০৮৪২৬-৫৬০৬০ মোবাইলঃ ০১৭৩০০৬৭০৬৪ ফ্যাক্স ০৮৪২৬-৫৬০৩৩ Email : unomatlab@mopa.gov.bd |
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ
১। প্রকল্প পরিচালক, ইনফো-সরকার প্রকল্প, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিভাগ, ব্যান্সডক ভবন, পস্নট নং ই,১৪/ওয়াই, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
২। জেলা প্রশাসক, চাঁদপুর।
৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মতলব দক্ষিণ, চাঁদপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS